Join WhatsApp:Sahaba bd !

ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা (BRTA অনুমােদিত) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা (BRTA অনুমােদিত) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

Driving License Written Exam Question and Answer (According to BRTA - Bangladesh Road Transport Authority) Some important questions and answers for the written exam of Driving License


০১. প্রশ্ন : মােটরযান কাকে বলে? 
উত্তরঃ মােটরযান আইনে মােটরযান অর্থ কোনাে যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনাে 
উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
০২. প্রশ্ন : গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী? 
উত্তরঃ ক. গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন, 
ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা) সার্টিফিকেট, রুট পারমিট ইত্যাদি) গাড়ির সঙ্গে রাখা। 
খ. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতাে নেওয়া। 
গ. রেডিযেটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতাে নেওয়া। 
ঘ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা। 
ঙ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতাে নেওয়া।। 
চ. মাস্টার সিলিন্ডারের রেককুইড, কেযেল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। 
ছ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না, নাট-বােল্ট টাইট 
আছে কি না অর্থাৎ সার্বিকভাবে মােটরযানটি ত্র“টিমুক্ত আছে কি না পরীক্ষা করা। 
জ. ব্লেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা। 
ঝ. অগ্নিনির্বাপক যন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখা। 
এ. গাড়ির বাইরের এবং ভিতরের বাভির অবস্থা, চাকা (টায়ার কন্ডিশন/হাওয়া/নাট/ এলাইমেন্ট/রােটেশন/শ্যের চাকা) 
পরীক্ষা করা।

০৩. প্রশ্ন : মােটরযানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায়?
 উত্তরঃ ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য প্রতিদিন গাড়িতে যে-সমস্ত মেরামত কাজ করা হয়, তাকে মােটরযানের মেইনটেনেন্স বলে।
০৪. প্রশ্ন : একটি মােটরযানে প্রতিদিন কী কী মেইনটেনেন্স করতে হয়? 
উত্তরঃ ২ নং প্রশ্নের উত্তরের থ থেকে এ পর্যন্ত।
০৫. প্রশ্ন : সার্ভিসিং বলতে কী বুঝায়? 
উত্তরঃ মােটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর 
যে-কাজগুলাে করা হয়, তাকে সার্ভিসিং বলে।
০৬. প্রশ্ন : গাড়ি সার্ভিসিংযে কী কী কাজ করা হয়? 
উত্তরঃ ক. ইজিনের পুরাতন লুবঅয়েল (মবিল) ফেলে দিয়ে নতুন লুবঅযেল দেওয়া। নতুন লুবঅযেল দেওয়ার 
আগে ক্লাশিং অযেল দ্বারা ক্লাশ করা। 
খ. ইঞ্জিন ও রেডিযেটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ক্লাশিংগান দিয়ে পরিষ্কার করা, অতঃপর 
পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা। 
গ. ভারী মােটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিগান দিয়ে নতুন গ্রিজ দেওয়া। 
ঘ. গাড়ির স্প্যোর হুইলসহ প্রতিটি চাকাতে পরিমাণমতাে হাওয়া দেওয়া। 
ঙ. লুবঅযেল (মবিল) ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ারক্লিনার পরিবর্তন করা। 
০৭. প্রশ্ন : গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয়? 
উত্তরঃ ক. ড্রাইভিং লাইসেন্স, খ. রেজিস্ট্রেশন সার্টিফিকেট (জ-বুক), গ. ট্যাক্সটোকেন, ঘ. ইনসিওরেন্স সার্টিফিকেট, 
ও.ফিটনেস সার্টিফিকেট (মােটরসাইকেলের ক্ষেত্রে প্রযােজ্য ন্য) এবং চ. রুটগারমিট (মােটরসাইকেল এবং চালক 
ব্যতীত সর্বোচ্চ ৭ আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়)

০৮, প্রশ্ন : রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন/কোন কোন ক্ষমতাগ্লাপ্ত ব্যক্তিগণকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য ? 
উত্তরঃ সার্জেন্ট বা সাব-ইনসপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মােটরযান পরিদর্শকসহ বিআরটিএর 
কর্মকর্তা এবং মােবাইলকোর্টের কর্মকর্তা।
০৯. প্রশ্ন : মােটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী? 
উত্তরঃ মােটরসাইকেল চালক ব্যতীত ১ জন আরােহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে 
হবে (মােটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর রা-১০০)।
১০. প্রশ্ন : সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী? 
উত্তরঃ ক. অত্যধিক আমবিশ্বাস, খমাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানাে, গ. অননুমােদিত ওভারটেকিং এবং ঘ. 
অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন।
১১. প্রশ্ন : গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করনীয় কী? 
উত্তরঃ আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রযোজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং ২৪ ঘণ্টার মধ্যে 
নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষযে রিপাের্ট করা।
১২. প্রশ্ন : আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত? 
উত্তরঃ হালকা মােটরযান ও মােটরসাইকেলের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মােটরযানের 
ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ মাইল এবং মাঝারি বা ভারী মালবাহী মােটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল।
১৩. প্রশ্ন : মােটর ড্রাইভিং লাইসেন্স কী? 
উত্তরঃ সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মােটরযান চালানাের জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই 
মােটর ড্রাইভিং লাইসেন্স